রিল্যাক্স আইইউডি (Relax IUD)
আইইউডি কি ?
আইইউডি বা Intra-uterine Device জরাযুতে স্থাপন উপযোগী অস্থায়ী দীর্ঘমেয়াদি গর্ভনিরোধক উপকরণ। ১৯০৯ সালে বৈজ্ঞানিক রিকটার সিল্ক ওয়ার্মগাটের তৈরী আইইউডি সম্পর্কে প্রথম ধারনা দেন। তারপর থেকে কয়েল, স্পাইরাল, শীল্ড, স্প্রিং, রিং, ইংরেজি T ও 7 ইত্যাদি বিভিন্ন ধরণের ও আকার-আকৃতির আইইউডির প্রচলন শুরু হয়। ১৯৬০ সাল থেকে আধুনিক আইইউডির প্রচলন হয়, যা অধিকতর কার্যকর এবং নিরাপদ। কপারযুক্ত আইইউডি পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। ইংরেজী "T" অক্ষরের মতো দেখতে এ উপকরণটি পলিইথিলিন প্লাস্টিকের তৈরী এবং এর দন্ডে তামার সূক্ষ্ম তার ও বাহুতে তামার সূক্ষ্ম পাত জড়ানো থাকে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ১০ বছর মেয়াদি কপার-টি ৩৮০-এ ব্যবহৃত হচ্ছে। বর্তমানে এসএমসি কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে আইইউডি সেবা পাওয়া যাচ্ছে।