ফেব্রুয়ারী ১১, ২০২২ অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি আয়োজিত ৩০তম আর্ন্তজাতিক সান্টিফিক কনফারেন্সে (ভার্চুয়াল) এসএমসি’র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব তছলিম উদ্দিন খান বেসরকারী পর্যায়ে এসএমসি’র উদ্যোগে পরিচালিত দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা কার্যক্রম ও গর্ভবতী মায়েদের পুষ্টির উন্নয়নে ’মালটিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপলিমেন্ট’ বিষয়ে উপস্থাপন করেন। এই বিষয়টি উপস্থিত সকল অব্স ও গাইনী বিশেষজ্ঞ অংশগ্রহণকারীদের বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। প্রফেসর ডাঃ সামিনা চৌধুরী, প্রাক্তন সভানেত্রী, প্রফেসর ডাঃ ফারহানা দেওয়ান, সভানেত্রী ইলেক্ট এবং প্রফেসর ডাঃ সালেহা বেগম চৌধুরী, প্রাক্তন সাধারন সম্পাদক সভায় উপস্থিত ছিলেন । এছাড়াও উক্ত কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে আর্ন্তজাতিক পর্যায়ের অব্স ও গাইনী বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।