Pink star help line
Relax IUD,i-plant implant

ফেনীর ওবিজিওয়াইএন’দের নিয়ে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত এসএমসি’র প্রশিক্ষন কার্যক্রম

এসএমসি ডিসেম্বর , ২০২৪ তারিখে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ওবিজিওয়াইএনদের জন্য দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রয়োগ প্রক্রিয়া বিষয়ে হাতে কলমে প্রশিক্ষনের আয়োজন করে। ২২ জন ওবিজিওয়াইএন প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। প্রশিক্ষনের উদ্দেশ্য হলো  দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কাউন্সেলিং সেবা প্রদান বিষয়ে ওবিজিওয়াইএনদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়ানো। প্রশিক্ষনের মধ্যে ছিল দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির আলোচনা, ভিডিও এবং ডামি প্রাকটিস। ওজিএসবি নোয়াখালী ব্র্যাঞ্চের প্রাক্তন সভাপতি ডা: মলয় কান্তি চক্রবর্তী এবং সুপারিনটেনডেন্ট ডা: আবুল খায়ের মিয়াজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে ব্যক্তিগত চেম্বার হাসপাতাল থেকে সেবা প্রদানের প্রতি উৎসাহ প্রদান করা হয়। এসএমসির প্রশিক্ষন দলের প্রতিনিধি ডা: হামিদুল হক সিরাজী, ডা: আহমেদ ইফতেখার আলম ডা: আজিজ আহমেদ চৌধুরী প্রশিক্ষন প্রদান করেন।