Pink star help line
Relax IUD,i-plant implant

সোশ্যাল মার্কেটিং কোম্পানী’র উদ্যোগে প্রাইভেট সেক্টরে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা প্রদান কার্যক্রম

Relax IUD,i-plant implant

সোশ্যাল মার্কেটিং কোম্পানী USAID এর আর্থিক সহায়তায় মার্কেটিং ইনোভেশনস ফর সাসটেইনেবল হেল্থ ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রাইভেট সেক্টরের ডাক্তারদের সমন্বয়ে পিঙ্ক স্টার নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা প্রদান করে যাচ্ছে। কার্যক্রমটিকে পিঙ্ক স্টার নেটওয়ার্ক প্রাইভেট সেক্টরে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবার উৎস হিসেবে পরিচিতি লাভ করেছে। কার্যক্রমের আওতায় সোশ্যাল মার্কেটিং কোম্পানী প্রশিক্ষণের মাধ্যমে ডাক্তারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের ব্যক্তিগত সেবাকেন্দ্র থেকে আইইউডি, ইমপ্ল্যান্ট এবং ইনজেক্টেবল সেবা প্রদান করছে। ফলে সরকারী উদ্যোগের পাশাপাশি এখন প্রাইভেট সেক্টরে প্রশিক্ষিত ডাক্তারদের মাধ্যমে দীর্ঘমেয়াদি পদ্ধতি সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে যা দীর্ঘ মেয়াদী পদ্ধতি ব্যবহারকারীর হার বৃদ্ধি করার মাধ্যমে পরিবার প্রতি গড় সন্তান সংখ্যা দুই এর নীচে নামিয়ে আনার জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

বর্তমানে ৫৫০ এর অধিক প্রাইভেট সেক্টর আউটলেট থেকে ডাক্তারগণ (অধিকাংশই স্ত্রীরোগ বিশেষজ্ঞ) আইইউডি ও ইমপ্ল্যান্ট সেবা প্রদান করছেন। বিগত বছরগুলোতে এই কার্যক্রমের আওতায় প্রাইভেট সেক্টরে আইইউডি ও ইমপ্ল্যান্ট সেবাগ্রহীতার হার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি সমূহ প্রজনন স্বাস্থ্য সেবার একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেই লক্ষ্যে বাংলাদেশ অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি (OGSB) তার সকল সদস্যদের এই কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কার্যক্রমটি পরিবার পরিকল্পনা অধিদফতর (DGFP) এর অনুমোদনক্রমে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারী ইউনিটের তত্ত্বাবধানে ওজিএসবি এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির আওতায় আইইউডি ও ইমপ্ল্যান্ট ওভার ব্র্যান্ডিং করে Relax IUD (TCu 380A) এবং i-plant implant (Jadelle, 2-Stick, 75mg x 2) নামকরণ করা হয়েছে। বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে (BDHS) ২০২২ অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশে জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহারের হার ৬৪, যার মধ্যে ৪৬ ভাগ গ্রহীতা স্বল্প মেয়াদী পদ্ধতি ব্যবহার করেন (পিল - ২৭%, কনডম - ৮%, ইনজেকশন - ১১%)। মাত্র ৮% দম্পতি দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি ব্যবহার করছেন। দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি সেবার জন্য সরকারী বিভাগ এখনো প্রধান উৎস, তবে সরকারের একার পক্ষে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সেই লক্ষ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানী পিঙ্ক স্টার নেটওয়ার্ক - এর মাধ্যমে ডাক্তারদের প্রাইভেট সেবা কেন্দ্র হতে আইইউডি ও ইমপ্ল্যান্ট বিষয়ক কাউন্সেলিং এবং সেবা প্রদানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়েছে।