৩০ আগষ্ট, ২০২৩
তারিখে পিঙ্কস্টার নেটওয়ার্কের অধীনে বেসরকারী পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা
পদ্ধতি সেবা প্রদান কার্যক্রমের আওতায় খুলনা অঞ্চলের ৫০ জন গাইনী বিশেষজ্ঞদের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
হয়। সভায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসহ নতুন কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও
মাতৃত্বজনিত মৃত্যু এবং অসুস্থতা কমাতে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের
(এমএমএস) এর কার্যকারীতা বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় বিশেষজ্ঞগণ সক্ষম দম্পতিদের জন্য দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি এবং বেসরকারী পর্যায়ে গর্ভবতী
মহিলাদের জন্য এমএমএস-এর মাধ্যমে মাতৃ পুষ্টির উন্নতির জন্য সোশ্যাল মার্কেটিং কোম্পানী
(এসএমসি) -এর উদ্যোগের প্রশংসা করেন এবং বেসরকারী
পর্যায়ে (এমএমএস) প্রচারে তাদের সর্বাত্মক সমর্থন প্রকাশ করেন।
সভায় উপস্থিত
ছিলেন ডা: মো: নিয়াজুর রহমান, পরিচালক, পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগ, ডা: ডালিয়া
আক্তার, সভাপতি ওজিএসবি, খুলনা শাখা, ডা: জান্নাতুল ফেরদৌস,সহ-সভাপতি,ওজিএসবি, খুলনা,
ডা: নার্গিস মনজুরা আফরোজ, সাধারন সম্পাদক ওজিএসবি, খুলনা শাখা, ডা: এস এম শামসুল আহসান মাসুম, এডিসিসি, খুলনা। কাজী মো: জাফর উল্লাহ,
রিজিওনাল হেড (নর্থ-সাউথ), এসএমসি এন্টারপ্রাইজ লি: সভায় তার মূল্যবান বক্তব্য প্রদান
করেন।