Pink star help line
Relax IUD,i-plant implant

চট্টগ্রাম অঞ্চলের OBGYN -দের সমন্বয়ে বেসরকারি পর্যায়ে LARC সেবা বৃদ্ধি বিষয়ক মত বিনিময়

২৯ মে, ২০২৩ তারিখে চট্টগ্রাম অঞ্চলে পিঙ্ক স্টার প্রোগ্রামে OBGYN-এর সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসএমসি'র পিঙ্ক স্টার প্রোগ্রামের অধীনে ৫৫জনেরও বেশী OBGYN অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি  সম্পর্কে আলোচনা করা হয়, অভিজ্ঞতা শেয়ার করা হয় এবং মাতৃমৃত্যু অসুস্থতা হ্রাসে মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) এর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।  বিশেষজ্ঞ প্যানেল যোগ্য দম্পতিদের জন্য দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার এবং গর্ভবতী মহিলাদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) এর ব্যবহার বাড়ানোর জন্য আলোচনা করেছেন। OBGYN মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট -এর মাধ্যমে মাতৃ পুষ্টির উন্নতির জন্য এসএমসি' উদ্যোগের প্রশংসা করেছেন এবং বেসরকারী পর্যায়ে MMS প্রচারে তাদের সর্বাত্মক সমর্থন দিয়েছেন। আলোচনা সভায় জনাব তসলিম উদ্দিন খান, এমডি এন্ড সিইও, এসএমসি,গোলাম মোঃ আজম, পরিচালক পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম বিভাগ, কাজী আমিরুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমসি, অধ্যাপক ফারহানা দেওয়ান, প্রেসিডেন্ট ইলেক্ট, ওজিএসবি, অধ্যাপক ডাঃ কামরুননেসা রুনা , ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতিও উপস্থিত ছিলেন এবং মূল্যবান বক্তব্য রাখেন।