Pink star help line
Relax IUD,i-plant implant

কক্সবাজারে ওজিএসবি’র ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এসএমসি অংশগ্রহণ করে

ফেব্রুয়ারী ১৫-১৭, ২০২৪ তারিখে কক্সবাজারে সিগাল হোটেলে ওজিএসবি এর ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ১৫০০ গাইনোকোলজিষ্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, এছাড়াও অধ্যাপক ডাঃ টি এ চৌধুরী, ওজিএসবি এর সাবেক সভাপতি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, ডাঃ এ বি এম খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মিসেস শাহান আরা বানু, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, অধ্যাপক ডাঃ ফারহানা দেওয়ান, সভাপতি, ওজিএসবি, অধ্যাপক ডাঃ সালমা রউফ, মহাসচিব, ওজিএসবি এবং ওজিএসবি এর অতীত সভাপতিগণ উপস্থিত ছিলেন। সায়েন্টিফিক সেশনে এসএমসির এমডি এন্ড সিইও, জনাব তসলিম উদ্দিন খান মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) সম্পর্কে আলোচনা করেন।