সেপ্টেম্বর ১৯, ২০২২ তারিখে পিঙ্কস্টার নেটওয়ার্কের অধীনে বেসরকারী পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা প্রদান কার্যক্রমের আওতায় রংপুর অঞ্চলে ৩৫ জন অব্স ও গাইনী বিশেষজ্ঞদের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসহ নতুন কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন সেবাপ্রদানকারীকে স্বীকৃতি প্রদান এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করা হয়।
উক্ত সভায় জনাব দেওয়ান মোর্শেদ কামাল, বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, রংপুর, ডাঃ শামীম আহমেদ, সিভিল সার্জন, রংপুর, ওজিএসবি রংপুর শাখার প্রেসিডেন্ট, প্রফেসর ডাঃ মোসাম্মদ কামরুন নাহার এবং ওজিএসবি, রংপুর শাখার জেনারলে সেক্রেটারি, প্রফেসর ডাঃ সাফি ফারজানা তাসমিন, এছাড়াও ওজিএসবি রংপুর শাখার পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ আজিজুল ইসলাম এবং এসএমসি’র হেড অব ট্রেনিং ও সার্ভিস ডেলিভারী ডাঃ সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।