প্রাইভেট সেক্টরে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি আইইউডি ও ইমপ্লান্ট সেবা কার্যক্রমে অবস্টেট্রিক্যাল এন্ড গাইনীকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সদস্যদের প্রশিক্ষন, সেবা প্রদানে সহায়তাকরন ও এ্যাডভোকেসির লক্ষ্যে এসএমসি ও ওজিএসবির মধ্যে সমঝোতা স্মারক হয় ২০ জানুয়ারী, ২০১৫ তারিখে। অত্র সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, এসএমসির পক্ষে জনাব আশফাক রহমান, এমডি এন্ড সিইও এবং ওজিএসবির পক্ষে প্রফেসর রওশান আরা বেগম, প্রেসিডেন্ট, ওজিএসবি। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর টি এ চৌধুরী, ন্যাশনাল প্রফেসর শাহলা খাতুন, ডাঃ মোঃ মঈন উদ্দিন আহমেদ, লাইন ডিরেক্টর, সিসিএসডিপি, ডিজিএফপি, ডাঃ সুকুমার সরকার, এওআর, ইউএসআইডি, এবং ডাঃ আবু জামিল ফয়সাল, কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ, এনজেন্ডার হেলথ।