Pink star help line
Relax IUD,i-plant implant

জেসটোসিস এবং ওজিএসবি-এর আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ

এসএমসি ২০শে মে ২০২৩ ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত আর্ন্তজাতিক সংস্থা ওয়ার্ল্ড জেস্টোসিস এর বাংলাদেশ শাখা  এবং অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB) কর্তৃক আয়োজিত প্রথম আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করে। এসএমসি' এমডি এন্ড সিইও জনাব তসলিম উদ্দিন খান মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) এর উপর বৈজ্ঞানিক গবেষনাপত্র উপস্থাপন করেন এবং মাতৃ পুষ্টির উন্নতিতে এবং কম জন্ম ওজনের শিশুর প্রকোপ কমাতে MMS এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভায় ওজিএসবি’র প্রেসিডেন্ট  ইলেক্ট, অধ্যাপক ফারহানা দেওয়ান, ওজিএসবি’র সাবেক সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক রওশন আরা বেগমও আলোচনায় অংশ নেন এবং মূল্যবান বক্তব্য রাখেন।