সেবা সমূহ
আমাদের সেবা সমূহ সম্পর্কে জানুন
দীর্ঘমেয়াদি পদ্ধতি ব্যবহারের সুবিধা
দীর্ঘমেয়াদি পদ্ধতি ব্যবহারের সুবিধা:
- প্রতিদিন ব্যবহারের টেনশন নেই
- একবার ব্যবহারেই ৫ থেকে ১০ বছর নিরাপদ
- ৯৯% কার্যকর
- অপরিকল্পিত গর্ভধারণের আশঙ্কা থাকে না
- প্রসবের পরপরই ব্যবহার করা যায়
- যেকোনো সময় খুলে পুনরায় গর্ভধারণ করা যায়
রিল্যাক্স আইইউডি (Relax IUD - TCu 380A)
- এসএমসি’র ‘রিল্যাক্স’(Relax) দীর্ঘমেয়াদে জন্মরোধ করার আধুনিক পদ্ধতি।
- এটি হরমোন-বিহীন একটি পদ্ধতি, তাই অনেক মহিলার জন্য এটি উপযোগী।
- প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের মাধ্যমে রিল্যাক্স আইইউডি মহিলাদের জরায়ুর ভিতরে স্থাপন করতে হয়।
আই-প্ল্যান্ট ইমপ্ল্যান্ট(I-plant Implant - Jadelle 2 stick)
- এসএমসি এর ৫ বছর মেয়াদি জন্মবিরতিকরণ পদ্ধতি আই-প্লান্ট।
- এটি এক ধরনের ইমপ্ল্যান্ট যা প্রজেস্টেরন হরমোন সমৃদ্ধ একটি আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি।
- এতে দুটি চিকন নরম ক্যাপসুল রয়েছে, যা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দ্বারা বাহুর চামড়ার নিচে স্থাপন করা হয় ।
প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা কেন গুরত্বপূর্ণ
- প্রসবের পরপরই পদ্ধতি নিয়ে নেয়া সহজ ও ঝামেলাহীন
- এ সময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করলে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি থাকে না
- এ সময়ে সঠিক পদ্ধতি গ্রহণ দুটি সন্তানের মাঝে বিরতি দিতে বা আর সন্তান না নিতে সাহায্য করে
- মূল্য সাশ্রয়ী- একই খরচে প্রসব এবং পরবর্তী জন্মবিরতিকরণ
সেবা কোথায় পাবেন
- এসএমসি’র ১০ বছর মেয়াদি রিল্যাক্স আইইউডি এবং এসএমসি’র ৫ বছর মেয়াদি আই-প্ল্যান্ট সেবা নেয়ার জন্য এসএমসি’র প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের পিঙ্ক স্টার চিহ্নিত সেবা কেন্দ্রে আসুন।
- অথবা ‘সেবা কোথায় পাওয়া যাবে’ ট্যাব এ ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করে নিকটস্থ ডাক্তারের ঠিকানা জেনে নিন।
- অথবা এসএমসি’র টেলিজিজ্ঞাসা-এ ১৬৩৮৭ নম্বরে ফোন করুন।